উপত্যকায় সন্ত্রাস দমনে ফের বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। গতকাল দিনভর ভূস্বর্গের তিন জায়গায় সেনা-জঙ্গী সঙ্ঘর্ষ হয়। তাতেই নিকেশ হন ৬ সন্ত্রাসবাদী। এর মধ্যে চারজন স্থানীয় এবং দু’জন পাক জঙ্গীও রয়েছে। তবে এর পাশাপাশি গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন দুই ভারতীয় জওয়ানও। এদিকে, গতকালের পর আজ সকালেও কুলগাম উত্তপ্ত হয়েছে সেনা-জঙ্গী সংঘর্ষে।
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টর, পুলওয়ামা এবং কুলগাম-এই তিন জায়গায় সেনার সঙ্গে জঙ্গীদের গুলির লড়াই হয়। এর মধ্যে রাজৌরিতে একেবারে লাইন অব কন্ট্রোলের খুব কাছেই পাক জঙ্গীদের নিকেশ করে ভারতীয় জওয়ানরা। সেনা সূত্রে খবর, সীমান্তে অনুপ্রবেশের খবর পেতেই জওয়ানদের একটি সার্চ পার্টি ওই এলাকায় টহল দেওয়ার সময়ই জঙ্গীরা হঠাৎই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। গ্রেনেডও ছোঁড়ে তারা। এর পাল্টা জবাব দেয় সেনাও। তাতেই নিকেশ হয় দুই পাকিস্তানি জঙ্গী। তবে গুলির লড়াইয়ে শহীদ হন দুই ভারতীয় জওয়ানও।
এঁরা হলেন নায়েব সুবেদার শ্রীজিথ এম এবং সেপাই মারুপ্রলু যশবন্ত রেড্ডি। নিহত দুই জঙ্গীর পরিচয় জানা যায়নি। তবে তাদের কাছ থেকে দুটি একে-৪৭ বন্দুক, প্রচুর গুলি উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, উপত্যকায় সন্ত্রাস ছড়াতে বেশ তৈরি হয়েই এসেছিল এরা। তার আগে কাশ্মীরের পুলওয়ামা এবং কুলগামে সেনা জঙ্গী গুলির লড়াইয়ে খতম হয় লস্কর-ই-তইবার ৪ জঙ্গী। এর মধ্যে কুলগামের দুই জঙ্গী হাইওয়েতে বড় ধরনের নাশকতার ছক কষেছিল। জানা গিয়েছে, মারুতি গাড়িতে চেপে তাদের যাওয়ার সময় সেনার একটি চেক পোস্টে তাদের আটকানো হয়। তখনই আচমকা গুলি ছুড়তে শুরু করে জঙ্গীরা। এরপর পাল্টা সেনার গুলিতেই খতম হয় দুই সন্ত্রাসবাদী।