বিধানসভায় বিজেপিকে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে পদ্মশিবিরকে ‘ল্যাজ ছাড়া হনু’ বলে তোপ দাগলেন তিনি। অভিযোগ করলেন, মেদিনীপুরের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ফল দেখে বোঝা যাচ্ছে কী ফল ধরেছে। বিষবৃক্ষ। মেদিনীপুরে ঘরে ঘরে অত্যাচার করেছে। অনেক বিজেপি নেতা-নেত্রীকে চিনতাম। কিন্তু এই বিজেপি ল্যাজ ছাড়া হনু’। রাজ্যপালের পক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘রাজ্যপালকে ভাষন পড়তে দিল না মানুষের কথা বলতে না দিয়ে আমি কত বড় বলতে এসেছে। পুরো সংবাদমাধ্যম নির্ভর একটা দল।’
এখানেই শেষ নয়, ভোট প্রসঙ্গ টেনেও বিজেপিকে আক্রমণ শানান তিনি। অভিযোগ করেন, ‘বিজেপি মিথ্যার বেসাতি করছে। ভোটের আগে এসপি বদলেছে. আইসি বদলেছে। যা মোদী বলেছে তাই হয়েছে। উপযুক্ত অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছিল। তিনটে মাস অফিসারদের হুমকি দিয়ে রাখা হয়েছিল।’
বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও এদিন তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ফলাফল নিয়েও তাঁর অভিযোগ, নন্দীগ্রামে ভোটারের থেকে বেশি ভোট পড়েছে। মমতার কথায়, ‘কমিশন না থাকলে বিজেপি ৩০টার বেশি আসন পেত না আমি নিশ্চিত’।
ভোট পরবর্তী হিংসা নিয়েও গেরুয়া শিবির মিথ্যে কথা বলছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না। শুধু মিথ্যে কথা বলা হচ্ছে’। ভাষণের মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,এবার থেকে ‘খেলা হবে’ দিবস পালন করবে রাজ্য সরকার। তবে এর দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।