মঙ্গলবার ভোরেই মৃত্যু হয়েছে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের। পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ত্রী-হারা মুকুলকে সমবেদনা জানাতে বিধানসভার অধিবেশন সেরেই তাঁর সল্টলেকের বাড়িতে যান মমতা। সেখানে প্রায় এক ঘণ্টা মতো ছিলেন তিনি।
মুকুলের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। আমা মা বেঁচে থাকতে আমাদের বাড়িতে ওরা গিয়েছিল। অনেক চেষ্টা করা হয়েছিল। আমি ভেবেছিলাম সুস্থ হয়ে উঠবে। কিন্তু, শেষরক্ষা হল না।’ তিনি জানান, আগামীকাল চেন্নাই থেকে দেহ প্রথমে কলকাতায় আনা হবে। এখান থেকে নিয়ে যাওয়া হবে কাঁচড়াপাড়ায়। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।’
মঙ্গলবার দুপুরে দুপুর পৌনে ৩ টে নাগাদ মুকুল রায়ের সল্টলেকের বিডি ব্লকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে আসেন ৪ টে বাজার একটু আগে। শুভ্রাংশু যদিও বর্তমানে কলকাতায় নেই। তিনি এই মুহূর্তে চেন্নাইতেই আছেন বলে খবর। আজ কোনও ফ্লাইট না থাকায় আগামীকাল তাঁর দেহ নিয়ে আসা হবে কলকাতায়। তারপরই সম্পন্ন হবে শেষকৃত্য।
প্রসঙ্গত, মাসখানেক আগেই কোভিডে আক্রান্ত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। কোভিড মুক্ত হলেও অত্যন্ত ক্ষতিগ্রস্থ হয় ফুসফুস। একমো সাপোর্টে রাখা হয় তাঁকে। চেন্নাই থেকে এক দল চিকিৎসক এসে পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন। সেই মতোই চিকিৎসার জন্য কৃষ্ণাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইতে। কিন্তু, শেষরক্ষা হল না। এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয় তাঁর।