কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই। রাজ্যের বহু জেলায় ইতিমধ্যেই আবার সেঞ্চুরি হাঁকিয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল, ডিজেলের উপর থেকে অবিলম্বে কেন্দ্রীয় কর কমানোর দাবি জানিয়েছেন তিনি।
চিঠিতে অস্বাভাবিক হারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন মমতা। লিখেছেন, ‘২০২১ সালের ৪ মে পর্যন্তই ৮ বার পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জুন মাসেও ৬ বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। সবথেকে অবাক করা ঘটনা হল, এক সপ্তাহেই চার বার দাম বাড়ানো হয়েছে’।
এভাবে দাম বাড়ানোয় সাধারণ মানুষ বিপদে পড়ছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা। তাঁর কথায়, ‘অতিমারির সঙ্কটে মানুষের উপর এই আর্থিক বোঝা অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে’। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্য সরকার তাদের ভাগের টাকা কমালেও কেন্দ্র সরকার ক্রমাগত সেস বাড়িয়ে চলেছে। যদিও সেই সেসের টাকা রাজ্য পায় না। রাজ্য শুধু কেন্দ্রীয় করে ৪২ শতাংশ পায়।
অন্যদিকে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ ও ১১ জুলাই রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন তৃণমূল। প্রতি ব্লকে ব্লকে হবে প্রতিবাদ সভা। সবরকম করোনা বিধি মেনেই এই কর্মসূচি পালন হবে বলে ঘোষণা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। একদিকে রাজ্যজুড়ে তৃণমূল যখন পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দামের প্রতিবাদে ব্লকে ব্লকে ধর্ণার ডাক দিয়েছে, তখন নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।