এলাকার প্রত্যেককে কোভিড টিকাকরণের আওতায় আনতে এবার নয়া উদ্যোগ নিল রাজপুর-সোনারপুর পুরসভা। সেখানে স্টেশন চত্বরেই এবার রেলযাত্রীদের কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই পুরসভার অধীনে থাকা গড়িয়া, নরেন্দ্রপুর, সোনারপুর, সুভাষগ্রাম- এই চারটি স্টেশনেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকেই শুরু হবে টিকাকরণ। রাজপুর-সোনারপুর পুরসভা সূত্রে খবর, এলাকার চারটি স্টেশনের মধ্যে প্রতিদিন পালা করে দুটি স্টেশনে কোভিড টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে।
প্রাথমিকভাবে প্রতি স্টেশনে ৫০ জন করে দিনে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরে এর চাহিদা বাড়লে টিকাকরণের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্থানীয় মহকুমাশাসক সুমন পোদ্দার। তিনি বলেছেন, “রাজপুর-সোনারপুর পুরসভার অধীনে থাকা চারটি স্টেশনে প্রতিদিন যাঁরা যাতায়াত করেন, তাঁদের মধ্যে অনেকেই সুপার স্প্রেডারের তালিকায় পড়েন। কাজের জন্য সময় না পাওয়ায় তাঁদের অনেকেই এখনও ভ্যাকসিন নিতে পারেননি। তাই মূলত সেই সমস্ত সুপার স্প্রেডারদের জন্যই স্টেশন চত্বরে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে। সকালে কাজে যাওয়ার সময় তাঁদের কুপন দেওয়া হবে। তারপর সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সেই কুপন দেখিয়ে ভ্যাকসিন নিতে পারবেন তাঁরা।”
এই উদ্যোগের মাধ্যমে এলাকার যাঁরা ভ্যাকসিনের আওতা থেকে বাদ ছিলেন, তাঁরা সকলেই ভ্যাকসিন পাবেন বলে আশাবাদী মহকুমা শাসক। শনিবার থেকেই স্টেশন চত্বরে রেলযাত্রীদের টিকাকরণের কাজ শুরু হবে। ইতিমধ্যে তার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিনও পুরসভায় এসে পৌঁছেছে বলেও জানিয়েছেন মহকুমাশাসক সুমন পোদ্দার। তিনি জানান, রাজপুর-সোনারপুর পুর কর্তৃপক্ষ এবং রাজপুর, সোনারপুর থানার আইসি-র তত্ত্বাবধানে ইতিমধ্যে স্টেশন চত্বরে টিকাকরণের সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। আপাতত ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে।