একুশের নির্বাচনের মুখে বিজেপিতে কার্যত তারকাদের ঢল নেমেছিল। যশ, শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীদের মতো টলিউডের একঝাঁক তারকা ভোটের মুখে পদ্ম পতাকা হাতে তুলে চমকে দিয়েছিলেন। কিন্তু, নির্বাচনী লড়াইয়ে এই টলি তারকারা হেরে যান। আর তারপর থেকেই সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি তাঁদের। ভোটের ফলের পরই কি তাহলে তাঁরা ‘উধাও’? এ নিয়ে এবার মুখ খুললেন বিজেপিরই অন্য তারকা সদস্যরা।
এই প্রসঙ্গে নেত্রী কাঞ্চনা মৈত্র বলেন, ‘তাঁদেরকে তো আগেও দেখা যায়নি ফ্রন্টলাইনে। পরে দেখা যাচ্ছে না, এটা তো স্বাভাবিক। মানুষকে বোকা ভাবা উচিত নয়। গিমিক দেখে মানুষ ভোট দেয় না। একজন জনপ্রতিনিধিকে দেখে ভোট দেন। বিজেপি করতে গেলে তারকা তকমা দূরে রেখে করলে ভালো হয়। রাজনীতি করা মানে টিকিট পাওয়া নয়। রাজনীতি মানে সংগঠন। আমরা সংগঠনকে গুরুত্ব দিই। আমাদের দল সংগঠনের উপর দাঁড়িয়ে রয়েছে’।
এই প্রসঙ্গে কাঞ্চনা আরও বলেছেন, ‘আমি নিজেকে কখনও তারকা ভাবিনি। দলের সক্রিয় কর্মী ভেবেছি। আমার কাছে দলের সংগঠন খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক আদর্শ পরিবর্তন যারা বারবার করেন, তাদের উপর মানুষ বিশ্বাস হারিয়েছে। খিল্লির পাত্র হয়ে উঠেছেন। হাস্যকর জায়গায় পৌঁছেছে এই ব্যাপারটা। জনপ্রতিনিধি কোনও তারকা হন না। তিনি জনপ্রতিনিধি। ওঁরা কেন এসেছিলেন বলতে পারব না। আগামীদিনে তাঁদেরও সময় দেওয়া হোক, তাঁরা কী করেন। তাঁরা তো অনেক কিছু বলেছিলেন…কেউ হয়তো কিছুদিনের জন্য রাজনীতিতে আসে, ভাবে এখান থেকে টাকা রোজগার করব, পাওয়ার পাব। তবে ওঁরা থাকুক বা না থাকুক তাতে দলের কোনও ক্ষতি হবে না’।