নারদা মামলার তদন্ত চাপা দিতেই কি সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী? তৃণমূলের এমনই অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লির বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। যার প্রেক্ষিতে পাল্টা টুইট প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের জেনারেল সলিসিটরের বাড়িতে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকাকালীন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক।
শুক্রবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে অভিষেক টুইটারে লেখেন, তুষার মেহতার দাবি অনুযায়ী, শুভেন্দুর সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়নি। কিন্তু এই দাবির স্বপক্ষে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক। এখানেই থামেননি তিনি। সলিসিটর জেনারেলের বক্তব্য তুলে ধরেই কটাক্ষ করেন, আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু?
অভিষেক টুইটে আরও লেখেন, ‘বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছে মিস্টার অধিকারী বিভিন্ন অফিসারের উপস্থিতিতে মাননীয় সলিসিটর জেনারেলের বাসভবনে প্রবেশ করেন এবং সেখানে প্রায় ৩০ মিনিট ছিলেন। তারপরেও কি বৈঠক বাকি রয়েছে আশা করা যায়’? অভিষেকের সংযোজন, গোটা ব্যাপারটাই অস্পষ্ট। আশা করা যায় প্রকৃত সত্য সামনে আসবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে শুভেন্দু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর ১০ আকবর রোডে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়িতেও যান। শেষে দেখা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে। কিন্তু কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে যখন নারদ মামলার শুনানি চলছে, সেই সময়ে সিবিআই-এর আইনজীবীর সঙ্গে কেন দেখা করলেন বিজেপি নেতা? সেই প্রশ্ন তোলে তৃণমূল।