পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে দেশবাসীর। প্রায় রোজই বাড়ছে জ্বালানি তেলের দাম। এরমধ্যেই জানা গেল ২০২০-২১ আর্থিক বছরে পেট্রোলিয়াম পণ্যে শুল্ক ও আবগারি শুল্ক থেকে কেন্দ্রের ইনডায়রেক্ট ট্যাক্স রেভিনিউ বেড়ে ৪,৫১,৫৪২.৫৬ কোটি টাকা হয়ে গিয়েছে৷ গত বছরের তুলনায় যা ৫৬.৫ শতাংশ বেশি৷ সূত্র অনুযায়ী, আরটিআই-এর মাধ্যমে এই বিষয়ে জানা গিয়েছে৷ সম্প্রতি দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া হওয়ার জেরে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জ্বালানির উপরে ট্যাক্স ও সেস কমানোর দাবি জানানো হয়েছে৷
রিপোর্ট অনুযায়ী, আর্থিক বছর ২০২০-২১-এ পেট্রোলিয়াম পণ্যের আমদানি তে ৩৭,৮০৬.৯৬ কোটি টাকা কাস্টম ডিউটি আয় করেছে কেন্দ্র সরকার৷ দেশে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে ৪.১৩ লক্ষ কোটি টাকা আয় হয়েছে৷ আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে সরকারের কাস্টম ডিউটি হিসেবে ৪৬,০৪৬.০৯ কোটি টাকা রেভিনিউ মিলেছে৷
দেশে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে ২.৪২ টাকা আয় করেছে৷ অর্থাৎ দুটি ট্যাক্স মিলিয়ে ২০১৯-২০-তে সরকার মোট ২,৮৮,৩১৩.৭২ কোটি টাকা আয় করেছে৷ গত দেড় মাসে লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের৷ দেশের একাধিক শহরে ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা হয়ে গিয়েছে৷ পাটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর-সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে৷ কলকাতা, দিল্লীর মতো শহরেও ১০০ ছোঁয়ার পথে জ্বালানি তেল।