তেলের পর এবার দুধ! দেশজুড়ে গতকাল থেকে বেড়ে গেছে আমুল দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে দুধের দাম বাড়ানো হয়েছে। গতকাল থেকেই দেশজুড়ে নয়া দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আমুল সংস্থা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলেই বাড়ছে আমুল দুধের দাম, এমনটাই জানাচ্ছে গুজরাত কো–অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের কর্তারা। প্রসঙ্গত, ১ বছর ৭ মাস বাদে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমুল কর্তৃপক্ষ। আমুল দুধের সমস্ত ব্র্যান্ডের উপরই আগামীকাল থেকে কার্যকর করা হচ্ছে নতুন দাম।
পাশাপাশি প্যাকেজিংয়ের ক্ষেত্রেও খরচ বেড়ে গিয়েছে বহুগুণ। পরিবহণের খরচ আগের তুলনায় বাড়ছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও খরচ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তাই দুধের দাম বাড়ানো হল। আমুল দুধের দাম বেড়ে যাওয়ার ফলে মধ্যবিত্তের মাথায় হাত। দেশজুড়ে করোনা আতিমারীর জন্য কাজ হারিয়েছেন অনেক মানুষ। আর্থিক সমস্যায় জর্জরিত দেশের বড় অংশের নাগরিকরা। তাই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে বেজায় চিন্তায় সাধারণ মানুষ। দেশে লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। তারপর নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের এমন মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ফেলল সাধারণ মানুষকে।