করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। এর মধ্যেই নতুন করে আতঙ্ক বাড়িয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যা কিনা করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে। তবে এক মাসের বেশি সময় ধরে দেশের কোভিড গ্রাফ সামান্য হলেও নিম্নমুখী। মঙ্গলবারই ১০২ দিন পর দেশে দৈনিক সংক্রমণ নেমেছিল ৪০ হাজারের নিচে। কিন্তু বুধবার থেকেই ফের উর্ধ্বমুখী তা। এদিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়ালেও গতকালের তুলনায় কম। তবে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এবার ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেল ৪ লক্ষের গণ্ডি। এর আগে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিলে ৪ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪১৭ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৩১২ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত ৮৫৩ জন। দৈনিক ম্তের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম। তবে মোট মৃতের নিরিখে অনাকাঙ্ক্ষিত রেকর্ড ভেঙে ফেলল ভারত। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭।