গত মাসেই ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত এক-দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে।
এর পাশাপাশি লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। আজ, ১ জুলাই থেকে রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে সিলিন্ডার পিছু ২৫ টাকা ৫০ পয়সা। সাধারণ মানুষের এই দুর্গতির মাঝে মোদী সরকারকে এক হাত নিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। বললেন, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’।
বৃহস্পতিবার টুইটে একটি তালিকা করে দেখিয়েছেন চিদম্বরম। যেখানে দেখা যাচ্ছে, ২০২০ সালের ৩০ নভেম্বর থেকে ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত রান্নার গ্যাসের দাম কীভাবে লাগাতার বেড়েছে। গত বছর ৩০ নভেম্বর রান্নার গ্যাসের দাম ছিল ৫৯৪ টাকা, ওই বছরই ১ ডিসেম্বর গ্যাসের দাম বেড়ে হয়েছে ৬৪৪ টাকা। তারপর ২০২১ সালের ১ জানুয়ারি ৬৯৪ টাকা, ৪ ফেব্রুয়ারি ৭১৯ টাকা, ১৫ ফেব্রুয়ারি ৭৬৯ টাকা, ১ মার্চ ৮১৯ টাকা এবং ১ জুলাই সেই দাম গিয়ে দাঁড়িয়েছে ৮৩৪ টাকা। মাসখানেক, কখনও আবার মাত্র দিন পনেরোর ব্যবধানেই মূল্যবৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসের। চিদম্বরম এই তালিকার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাইন, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’।