দেড় বছর পর অবশেষে শাপমুক্তি আসামের কৃষক নেতা অখিল গগৈ-এর। বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হিংসা ঘটানোর অভিযোগ থেকে তাঁকে মুক্তি দিল জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) বিশেষ আদালত।
এদিন অখিল গগৈয়ের আইনজীবী কৃষ্ণ গগৈ জানান, অখিলকে বেকসুর খালাস দিয়েছে এনআইএ-র বিশেষ আদালত। তিনি বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করেছে আদালত। আজই জেল কর্তৃপক্ষের কাছে তাঁর মুক্তির আদেশ পৌঁছে যাবে। শীঘ্রই ছাড়া পাচ্ছেন তিনি।’
সূত্রের খবর, মুক্তির পর সিএএ বিরোধী প্রতিবাদে পুলিশের গুলিতে মৃত স্যাম স্টাফোর্ড নামের এক ছাত্রের বাড়িতে যাবেন অখিল। বিশ্লেষকদের মতে, মুক্তির পরই তাঁর এহেন পদক্ষেপ সাফ করে দিচ্ছে যে ফের নাগরিকত্ব আইনের প্রতিবাদে মাঠে নামবেন ‘কৃষক মুক্তি সংগ্রাম’ সমিতির প্রতিষ্ঠাতা।
উল্লেখ্য, অখিল গগৈকে ২০১৯-এর ডিসেম্বরে গ্রেফতার করে এনআইএ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-তে দেশদ্রোহের মামলা করা হয়। এহেন পরিস্থিতিতে অসমের বিধানসভা নির্বাচনে ‘রাইজর দল’ নামের একটি রাজনৈতিক পার্টি গঠন করে লড়াইয়ে নামেন তিনি। গত মে ফলাফল ঘোষণার পর দেখা যায়, বিপুল ভোটে শিবসাগর থেকে জয়ী হয়েছেন তিনি।