বুধবার গুজরাতের জুনাগঢ়ে আম আদমি পার্টি (আপ)-এর সমবেদনা যাত্রা চলাকালীন নেতা-কর্মীদের ওপর হামলায় একাধিক শীর্ষ নেতা আহত হন। এ নিয়েই এবার ক্ষোভ উগরে দিলেন আপ প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গোটা হামলার বিষয়ে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আগামী বছর অর্থাৎ ২০২২ সালেই গুজরাতে বিধানসভা নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করার পর এবার সে রাজ্যের বিধানসভা নির্বাচনেও লড়তে চলেছে আপ। সম্প্রতিই দলীয় কার্যালয় উদ্বোধনে গুজরাত সফরেও গিয়েছিলেন কেজরিওয়াল। তবে এরই মধ্যে এমন হামলার ঘটনায় ক্ষুব্ধ তিনি।
দলীয় সূত্রে জানানো হয়েছে, গতকাল জুনাগঢ়ে জন সমবেদনা যাত্রার আয়োজন করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে সেই পদযাত্রা চলাকালীনই আচমকা ৭০ জন ব্যক্তি তাঁদের উপর আক্রমণ করে। মারধর করে হয় ইশুদান গাদভি, প্রবীণ রাম, মহেশ সাওয়ানি প্রমুখ নেতাদের। এরপরই স্থানীয় আপ নেতারা থানায় এফআইআর দায়ের করেন বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
কেজরিওয়ালও পরোক্ষে বিজেপির ওপরই হামলার দায় চাপিয়েছেন। টুইটে তিনি লেখেন, ‘যদি ইশুদান বা মহেশ ভাইয়ের মতো ব্যক্তিদের প্রকাশ্যে আক্রমণ করা হয়, তবে গুজরাতে কেউই সুরক্ষিত নয়। এই হিংসা তোমাদের রাগ, পরাজয়ের প্রতিফলন। সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দিয়ে তাদের মন জয় করো, বিরোধীদের ভয় দেখিয়ে কিছু হবে না।’