বারবার শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে মামলা হওয়ায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের সাংবাদিক সম্মেলনে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৩৫ হাজার ছেলে মেয়ের চাকরির সব তৈরি। হঠাৎ আবার কোর্ট কেস! যখনই নিয়োগ হচ্ছে আদালতে খালি মামলা হচ্ছে। রিক্রুটমেন্ট শুরু হলেই আদালতে মামলা করে বসে আছে। নিয়োগ নিয়ে মামলা করা উচিত নয়।’
২১ জুন উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ পদে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করে রাজ্য। সেই নিয়োগ তালিকাতেই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকে নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট তাদের দায়ের হওয়া মামলাতেই এদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আদালতের পরবর্তী নির্দেশ অবধি জারি থাকবে স্থগিতাদেশ। ফলে ফের নিয়োগ প্রক্রিয়া বিশ বাঁও জলে।
অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনের বিষয় নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপির কেউ কেউ জড়িত। সময় মতো সব তথ্য প্রকাশ্যে আসবে’। একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘এটা যে বিজেপির চক্রান্ত না তার কি প্রমাণ আছে’? মমতার স্পষ্ট দাবি, ‘এই ঘটনায় রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। নালিশ আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ আমরা করেছি। এই ধরনের পদক্ষেপ আর কেউ কোনওদিন করা সাহস পায়নি। আর এখানে একটা পরিকল্পনা চলছে চক্রান্ত করে। বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে, বাংলাকে বদনাম করে যাচ্ছে’।