বিধানসভা নির্বাচনের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর।বাংলায় ফের শুরু হচ্ছে সবুজ সাথী প্রকল্পের আওতায় পড়ুয়াদের সাইকেল প্রদান। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সবুজ সাথী প্রকল্পে ইতিমধ্যে এক কোটি সাইকেল দিয়েছি। ভোটের জন্য কিছুদিন কাজ বন্ধ ছিল। আবার ১২ লক্ষ পড়ুয়াকে নভেম্বরের মধ্যেই সাইকেল দেবো। ইতিমধ্যে রাজ্যের ৮ লক্ষ ৭৬ হাজার দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কার্ডের মাধ্যমে ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। দশম শ্রেণী থেকে স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারাও এই কার্ডের সুবিধা পাবেন। এর জন্য ব্যাঙ্কে কোনও গ্যারান্টার লাগবে না। সরকারই হবে এর গ্যারান্টার। স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রতিযোগিতা/প্রশিক্ষণ মূলক পরীক্ষায় পড়াশুনার জন্যেও ব্যবহৃত হতে পারে। এমনকি, বিদেশের স্কুল কলেজেও যদি কেউ পড়ে তাও এই কার্ডের সুবিধা পাবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই কার্ডের সুবিধা পাওয়া যাবে। অনলাইনেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা।