করোনার জেরে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। বুধবার কেন্দ্রকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশপাশি দেশের শীর্ষ আদালত জানিয়েছে, এই ক্ষতিপূরণ কত হবে তা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
কোভিড ক্ষতিপূরণ হিসেবে মৃতদের পরিবারকে যে চার লাখ টাকা দেওয়া সম্ভব না, তা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)কে জানিয়েছে, এমন একটি ব্যবস্থা করা হোক, যাতে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া যায়। এই নির্দেশ দেওয়ার সময় এনডিএমএ-এর আধিকারিকদের ভর্ৎসনাও করেছে সুপ্রিম কোর্ট। কোভিডে মৃতদের পরিবারকে কত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে আগামী ছ’সপ্তাহের মধ্যে তা ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, একাধিক আবেদনকারী সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, করোনার কারণে মৃতদের পরিবারকে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিৎ। এ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতে কেন্দ্রীয় সরকার জানায়, সব মৃতের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এরপর কেন্দ্রের দাবি মেনে ৪ লাখ টাকা সরে এলেও করোনার জেরে মৃতদের পরিবারকে যে ক্ষতিপূরণ দিতে হবে, তা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।