সংক্রমণ ঠেকাতে এখনই রাজ্যে বিধিনিষেধ পুরোপুরি তুলছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে ও নিত্যযাত্রীদের চাপ সামাল দিতে ১ জুলাই থেকে বাস পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন তিনি। আপাতত কোন রুটের বাস চলবে, কত বাস চলবে এ নিয়ে আলোচনা করতে আজ তিন নিগমের এমডি-সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পরিবহণ সচিব। সূত্রের খবর, আপাতত রাজ্য পরিবহণ নিগম বাস চালাবে ৮০০টি। চাহিদা বাড়লে বাস বাড়ানো হবে। তখন ১১০০টি বাস চালানো হবে।
প্রসঙ্গত, বাস-ট্রেনের অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শহরতলি থেকে কলকাতায় কাজ করতে আসা মানুষজন। তাঁদের দুর্ভোগের কথা মাথায় রেখেই স্থির হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাবরা, রাণাঘাট রুটে জোর দেওয়া হবে। এছাড়াও বৈঠকে স্থির হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৭৫০টি। জোর দেওয়া হবে বর্ধমান, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায়।
অন্য দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৫০০টি। কলকাতা-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, মালদহ-আলিপুরদুয়ার রুটে জোর দেওয়ার সিদ্ধান্ত উঠে এসেছে আজকের বৈঠকে। উল্লেখ্য, ১ জুলাই থেকে রাজ্যে বিধিনিষেধ কেমন থাকবে, সে সম্পর্কে জানাতে গিয়ে সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু হবে বাস পরিষেবা। তবে চালক ও কনডাক্টারদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে বাধ্যতামূলক ভাবে।