মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো ‘দুয়ারে রেশন’ নিয়ে গাইডলাইন তৈরির কাজ করছে রাজ্য। খুব দ্রুতই তা শেষ হয়ে যাবে। সেই নির্দেশিকা তৈরির আগেই এবার আধার ও রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ শেষ করতে চায় সরকার। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ সেরে ফেলতে হবে ৩ মাসের মধ্যে— মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সে সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ দিলেন খাদ্য দফতরের সচিব।
বাজারে একাধিক জাল রেশন কার্ড রয়েছে। সেই সমস্ত ঝাঁকের কইকে ধরতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েও দেওয়া হয়েছে ১ জুলাই থেকে সেই কাজ শুরু হবে। নির্দিষ্ট সংস্থা এই কাজ করলেও তাদের সবরকম ভাবে জেলাশাসকদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন খাদ্য সচিব।
এদিন সমস্ত জেলাশাসকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন খাদ্য সচিব পারভেজ সিদ্দিকি। সেখানে স্পষ্ট জানিয়ে দেন, আগামী তিন মাসের মধ্যেই রেশন কার্ডে লিঙ্ক করাতে হবে আধার নম্বর। এই কাজের জন্য একটি সংস্থাকে বরাতও দেওয়া হয়েছে। প্রথম দফায়, সংস্থার প্রতিনিধিরা বাড়ি বাড়ি যাবেন। নির্দিষ্ট প্রযুক্তির সাহায্যে তাঁরাই সংযুক্তিকরণের কাজ করবেন।
দ্বিতীয় দফায় এই সংযুক্তিকরণের কাজ হবে বাংলা সহায়তা কেন্দ্রে। এ ক্ষেত্রে প্রথম দফায় যাঁদের বাড়িতে পাওয়া যাবে না, তাঁরা এখানে আধার ও রেশন কার্ডের লিঙ্ক করাতে পারবেন। এরই সঙ্গে এদিনের ভিডিয়ো কনফারেন্সে জেলাশাসকদের বলা হয়েছে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’ নিয়ে সরকার গাইডলাইন তৈরির কাজ করছে। খুব দ্রুতই তার কাজ শেষ হয়ে যাবে।