গত মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে প্রাণান্তকর অবস্থা গোটা দেশের। এই করোনা পরিস্থিতির জেরে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের কোপে বহু রুটেই স্তব্ধ যাতায়াত। কেবল কিছু স্পেশ্যাল ট্রেন চলছে, জরুরি কাজের জন্য। তবে এবার ধীরে ধীরে স্তিমিত হচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউ। এই অবস্থায় ফের বেশ কিছু রুটে ট্রেন চলাচল চালু করা কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।
এছাড়া যে সমস্ত স্পেশ্যাল ট্রেনগুলি এখন বন্ধ করে দেওয়ার কথা ছিল, সেগুলির সময়সীমাও আরও বাড়ানো হয়েছে৷ এর ফলে অনেক যাত্রীরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে৷ উল্লেখ্য, এরমধ্যেই বাংলায় বিধিনিষেধের দিনক্ষণ আরও বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই অবধি জারি থাকবে লকডাউন। তবে বাস-অটো ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু হলেও রাজ্যে এখনও বন্ধ থাকবে লোকাল ট্রেন।