করোনা আবহে শুধুমাত্র নব নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ করেই বন্ধ হয়ে যায় বিধানসভা। আগামী ২ জুলাই বাজেট অধিবেশনের পর্ব দিয়ে ফের বসছে বিধানসভা। তার আগেই আজ সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে ডাক পাননি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। যা নিয়ে সকাল থেকেই জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। বঞ্চনার প্রতিবাদে স্পিকারকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সর্বদল বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উনি কোনও দল নাকি? দল হলে তবে না সর্বদল বৈঠকে আসবেন!’ এদিন সর্বদল বৈঠক এবং বিএ কমিটির বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায়কে নওশাদ সিদ্দিকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাঁর যদি এতই বৈঠকে যোগদানের ইচ্ছা থাকে, তাহলে এই বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলব।’
