রবিবার সাতসকালের পর আজ ফের একবার জম্মু এয়ারফোর্স স্টেশনে হামলা চালানোর ছক কষেছিল জঙ্গীরা। তবে ভারতীয় সেনার তৎপরতায় বানচাল হয়েছে সেই নাশকতার ছক। এর পর আরেক সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ছক কষেছিল জঙ্গীরা। তবে জওয়ানদের শ্যেনদৃষ্টি এড়িয়ে সেই পরিকল্পনাও সফল হয়নি। গতকাল জম্মু এয়ারফোর্স স্টেশনের ‘ ড্রোন হামলা’র ২৪ ঘণ্টা কাটার আগে ফের ড্রোনের চক্কর কাটার ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
সেনা সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ সেনাঘাঁটির কাছে ড্রোনের দেখা মেলে। দেখা মাত্র ড্রোন লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জওয়ানরা। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ড্রোনটি। রাত দেড়টা নাগাদ ফের সামরিকঘাঁটির কাছে ড্রোনের দেখা মিলেছিল। ফের সেনা তৎপরতায় হামলা এড়ানো সম্ভব হয়। এর পরই গোটা সামরিক ঘাঁটি ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। সূত্রের খবর, ড্রোনকে লক্ষ্য করে ২৫ রাউন্ড গুলি চালায় বাহিনী।
এ প্রসঙ্গে সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, “২৭-২৮ জুন মাঝরাতে রতনুচক-কালুচক সামরিক ঘাঁটির কাছে পরপর দু’টি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়। কুইক রেসপনস টিম ড্রোনগুলিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দুটি ড্রোনই পালিয়ে যায়।” তিনি আরও জানিয়েছেন, সেনার তৎপরতায় বিরাট বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে। চলছে তদন্ত।”