করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরে গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। এর মধ্যেই নতুন করে আতঙ্ক বাড়িয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যা কিনা দেশে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে। তবে পুজোর আগে আসবে না করোনার তৃতীয় ঢেউ। দাপট দেখাবে নতুন বছরে। ফলে এখনও হাতে আরও কিছুটা সময় রয়েছে। এবার এমনই আশার খবর শোনাল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। তাদের নতুন গবেষণা বলছে, আরও ৬ থেকে ৮ মাস পর তৃতীয় ধাক্কা দিতে পারে করোনা ভাইরাস। তাই এই সময়টা নষ্ট করলে চলবে না। যথাযথভাবে তার মোকাবিলা করতে হলে ছোটদের অর্থাৎ ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ সম্পূর্ণ করে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। রবিবার এমনটাই জানিয়েছেন আইসিএমআর-এর কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডঃ এনকে অরোরা।
তাঁর কথায়, ‘আইসিএমআর-এর একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে এখনও দেরি আছে। ততদিনে আশা করা হচ্ছে একেবারে শেষ হয়ে যাবে দ্বিতীয় ঢেউয়ের দাপট। পরের বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। সেই সময়েই মধ্যে দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। ১২ থেকে ১৮ বছরের বয়সে শিশুদের টিকাকরণের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের টিকাদানের কাজ সম্পূর্ণ করতে হবে।’ উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই দেশের অন্যতম সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান দিল্লীর এইমসের প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া সাবধানবাণী করেছিলেন, আর মাত্র দেড়মাসের মধ্যেই দেশে তৃতীয়বার থাবা বসাতে চলেছে করোনা ভাইরাসের আরও শক্তিশালী স্ট্রেন। ডেল্টা প্লাসের ধাক্কা সামলাতে দেশবাসীর টিকাকরণে জোর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ডাঃ গুলেরিয়া। তবে এবার চিকিৎসা গবেষণায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান আইসিএমআরের সাম্প্রতিক গবেষণা শোনাল অন্য কথা।