আলিপুরদুয়ারে বিধানসভা নির্বাচনে ভালোই ফল করেছিল বিজেপি। তারপরেও সেখানে গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই পদ ছেড়েছেন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তার পরেও বিজেপি শিবিরে ভাঙন থামছে না সেখানে। দলের ভাঙন ঠেকাতে রবিবার, অর্থাৎ আজকেই সেখানে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তার আগেই গতকাল দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কালচিনি ব্লকের জয়গাঁ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১ বিজেপি সদস্য।
এর ফলে সেই পঞ্চায়েতের ক্ষমতা চলে গেল তৃণমূলের হাতে। ওইসব পঞ্চায়েত সদস্য ছাড়াও এদিন তৃণমূলে যোগ দিলেন জেলা বিজেপির এসটি মোর্চার সভাপতি ও সম্পাদক। একটি পঞ্চায়েতের এতজন এক সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে বিজেপির বিধায়ক ও জেলার সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, টাকার লোভে ওঁরা তৃণমূলে গিয়েছে। তবে সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের জেলা কমিটির কোঅর্ডিনেটর পাশাং লামা। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতেই তৃণমূলে আসছে সবাই।