কসবার সেই টিকাকরণ ক্যাম্প থেকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে যাঁদের, এবার তাঁদের চিহ্নিত করে পুরসভার তরফে টিকা দেওয়া হবে। শনিবার সাংবাদিক বৈঠকে এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়ে প্রতারিতদের পাশে দাঁড়ালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। করজোড়ে তাঁর প্রার্থনা, কলকাতাবাসী যেন সরকার অনুমোদিত কোনও ক্যাম্প কিংবা হাসপাতাল থেকেই টিকা নেন। যে কোনও ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন না নেওয়ার অনুরোধ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিষয়টিতে ‘কঠোর থেকে কঠোরতম শাস্তি’র নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই দুটি তদন্তকমিটি গঠন করেছে রাজ্য। এবার তার পাশাপাশি কলকাতা পুরসভাও টিকা কেলেঙ্কারি নিয়ে আলাদাভাবে তদন্তে নামছে। পুরসভার তরফে কেউ এই ভুয়ো চক্রের সঙ্গে যুক্ত থাকলে তার কড়া শাস্তি হবে। এদিন সাংবাদিক বৈঠকে এমনই আশ্বাস দিয়েছেন ফিরহাদ। সহনাগরিকদের প্রতি তাঁর আন্তরিক আবেদন, ‘বাড়ির কাছেই কোনও শিবির হতে দেখলে সেখানেই ভ্যাকসিন নিতে ছুটে যাবেন না। একটু কষ্ট করে হাসপাতাল কিংবা পুরসভায় চলে আসুন, নিরাপদে ভ্যাকসিন নিন।’