গত মাসেই ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত এক-দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এদিন একধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বেড়েছে ৩৫ পয়সা করে। এই নিয়ে চলতি মাসে ১৪ বার দাম বৃদ্ধি হল জ্বালানির।
এদিন কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৭.৯৭ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯১.৫০ টাকা। রাজধানী নয়াদিল্লীতে পেট্রোল দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৮.১১ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৮.৬৫ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোল বিকচ্ছে ১০৪.২২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯৬.১৬ টাকা। এবং চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোল ৯৯.১৯ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.২৩ টাকা হয়েছে। এছাড়া বিহারের রাজধানী পাটনায় পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। দাম হয়েছে ১০০.১৪ টাকা। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমেও সেঞ্চুরি হাঁকিয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০০.০৯ টাকা।