একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বিজেপিতে শুরু হয়েছে ভাঙন। দিকে দিকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গেরুয়া শিবির ছাড়ছেন একের পর এক নেতা। দলে দলে তৃণমূলে নাম লেখাচ্ছেন কর্মীরা। এবার যেমন ফের ভাঙন ধরল পদ্মশিবিরে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর শুক্রবার একই জেলার ইসলামপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুশোর বেশি বিজেপি কর্মী-সমর্থক। বৃহস্পতিবার রায়গঞ্জে এক পঞ্চায়েতের তিন পদাধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল। এবার ইসলামপুরে সেই পঞ্চায়েত স্তরেই দলের ভাঙন ধরল।
গতকাল জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়িতে এই যোগদানের কর্মসূচী হয়। তিনি নিজেই মাটিকুণ্ডা ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা কর্মীদের হাতে জোড়াফুলের পতাকা তুলে দেন। তৃণমূলে যোগদানের পর পঞ্চায়েত সদস্য জানান, বিজেপি এখন শুধু ধর্ম ও জাতপাত নিয়ে রাজনীতি করছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের উন্নয়ন করে চলেছেন। দলমত নির্বিশেষে গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সুফল পাচ্ছেন। তৃণমূল নেত্রীর উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। একইসঙ্গে তিনি জানান, মাটিকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ২০০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।