এছরের উইম্বলডনে খেলবেন না সিমোনা হালেপ। গত বারের বিজয়ী, রোমানিয়ার এই খেলোয়াড় পায়ের পেশির চোটের কারণে নাম তুলে নিলেন। শুক্রবার তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, পুরুষ বিভাগে এর আগেই কবজির চোটের কারণে নাম তুলেছেন ডমিনিক থিম। উল্লেখ্য, মে মাসের শুরুর দিকে শেষ বারে রোমে খেলেছিলেন সিমোনা। সেখানেই পায়ে চোট পাওয়ায় অ্যাঞ্জেলিক কের্বেরের বিরুদ্ধে ম্যাচের মাঝপথে অবসর নেন। তারপর থেকে তাঁকে আর কোর্টে দেখা যায়নি। খেলেননি ফ্রেঞ্চ ওপেনেও।
অতিসম্প্রতি এক বিবৃতিতে হালেপ জানিয়েছেন, “পায়ের পেশির চোট এখনও সারেনি। তাই প্রচণ্ড হতাশার সঙ্গেই উইম্বলডন থেকে নাম তুলে নিতে হচ্ছে। উইম্বলডনে খেলার জন্য সবরকম চেষ্টা করেছিলাম। দু’বছর আগে এখানে জেতার দুর্দান্ত স্মৃতি রয়েছে। কিন্তু সেটা সম্ভব হল না।” প্রসঙ্গত, করোনার কারণে গত বছর উইম্বলডন আয়োজন করা যায়নি। এবারের প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী সোমবার থেকে।