শীঘ্রই দেশে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আর তাই এখন টিকাকরণের দিকেই তাকিয়ে গোটা দেশ। কারণ যত বেশি টিকা, তত বেশি করোনার বিরুদ্ধে বর্ম। তবে দেশ জুড়ে দ্রুত টিকাকরণের প্রক্রিয়া চললেও, তার সঙ্গে পাল্লা দিয়ে সামনে আসছে একের পর এক কেলেঙ্কারি। একদিকে কলকাতায় যখন ভুয়ো ভ্যাকসিনের ক্যাম্পের বড়সড় অভিযোগ সামনে এসেছে, অন্য দিকে পাশের রাজ্য বিহারে দেখা গেল আর এক ভয়ঙ্কর ছবি। ভ্যাকসিন না ভরে ফাঁকা সিরিঞ্জ ইনজেক্ট করছেন নার্স। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ছড়িয়েছে আতঙ্ক। প্রশ্ন উঠছে, স্বাস্থ্যকর্মীদের ওপরেও কি তাহলে ভরসা করা যাবে না? ইতিমধ্যেই সরানো হয়েছে ওই নার্সকে।
জানা গিয়েছে, বিহারের ছাপড়া টাউনের ব্রহ্মপুর এলাকায় একটি টিকাকরণ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। যে ব্যক্তিকে ওই সিরিঞ্জের ইনজেকশন দেওয়া হয়েছিল, তাঁরই এক বন্ধু ভিডিয়োটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। তারপর নিমেষেই ভাইরাল হয়ে যায় সেটি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই নার্স অন্যান্যদের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আর কথা বলতে বলতেই এই কাজ করেছেন তিনি। বন্ধুটি জানিয়েছেন, মজা করেই ভিডিয়োটি তুলছিলেন তিনি। তখন তিনি বিষয়টি লক্ষ্য করেননি। পরে তাঁরা বাড়ি ফিরে যখন ভিডিয়োটি ভাল ভাবে দেখতে যান, তখনই চোখে পড়ে বিষয়টি। তাঁরা দেখেন, প্লাস্টিক কভার খুলেই ইনজেকশন দিচ্ছেন নার্স, সিরিঞ্জে নেই কোনও ভ্যাকসিন।
অভিযোগকারী জানিয়েছেন, ওই সিরিঞ্জের ইনজেকশন দেওয়ার পরই তাঁর মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। এনডিএ শাসিত বিহারের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিব প্রত্যয় অমৃত জানিয়েছেন, ওই নার্সকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, ‘এটা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’ কড়া বার্তা দেওয়া হবে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। জেলাশাসক নীলেশ রামচন্দ্র দেওরা জানিয়েছেন, ছ’দিন আগে ব্রহ্মপুরের উর্দু মাধ্যমিক বিদ্যালয়ে ওই টিকাকরণ কেন্দ্রের আয়োজন করা হয়েছিল। অভিযোগ পেয়েই সরিয়ে দেওয়া হয়েছে ওই নার্সকে।