তৃণমূল সাংসদের অভিযোগের ভিত্তিতে জাল ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাঁস হওয়ার পর থেকেই ঘটনাটিতে রাজনীতির রঙ লাগাতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসক নেতাদের ছবি পোস্ট করেছে তারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের দৃষ্টি আকর্ষণ করে টুইট করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এবার মেদিনীপুরের সাংসদকে পাল্টা দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কুণাল লিখেছেন, ‘কসবাকান্ড কুৎসিত অপরাধ। বিচিত্র প্রতারক। তদন্ত চলছে। কিন্তু ভোটের আগে বিজেপির যোগদান মেলার যে কর্তারা ‘ভেজাল বিজেপি’ ধরতে পারেননি, তাঁরা ভেজাল টিকা ধরা নিয়ে জ্ঞান না দেওয়াই ভাল। পুলিশ যা করার করছে।’