ভোটে জেতার পর থেকেই জোরকদমে রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করছেন তৃণমূলের নেতামন্ত্রীরা। এবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একেবারে মানুষের কাছে পৌঁছে দিতে কলকাতা পুরনিগম এলাকায় বাংলা সহায়তা কেন্দ্র চালু করলেন পুর প্রশাসক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সহায়তা কেন্দ্র চালু করার কথা বলেছিলেন। তাঁর কথা মতোই গতকাল কলকাতা পুরনিগমের ৯ নম্বর বোরো এলাকায় বাংলা সহয়তা কেন্দ্রের উদ্বোধন করলেন ফিরহাদ।
উদ্বোধনের পর ফিরহাদ জানান, “কলকাতা পুরনিগমের প্রতিটি বোরোতেই এই বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে। কাস্ট সার্টিফিকেট, ঐক্যশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে, সেই সব প্রকল্পের সুবিধা যাতে মানু্ষ পায়, সেই জন্য এই সব সহয়তা কেন্দ্রগুলি চালু হচ্ছে। প্রতিটি বোরো এলাকাতেই এই সহায়তা কেন্দ্র চলবে। কলকাতা পুরনিগমের যে সব মানুষ আছেন, তাঁরা এই সব সহায়তা কেন্দ্রে এসে সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন।”
এরপর কলকাতার পুর প্রশাসক জানান, দুয়ারে সরকারে যে সব সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পেত, সেই সব সুবিধাই মানুষ বাংলা সহায়তা কেন্দ্রে এসে পাবেন। অর্থাৎ, দুয়ারে সরকার এখন বোরোয় সরকার। উল্লেখ্য, পুজোর আগে সেপ্টেম্বর মাসে রাজ্যে কলকাতা পুর নিগম-সহ সব পুরসভা এলাকায় ভোট করানোর কথা চিন্তাভাবনা করছে সরকার। সেই কারণে পুরভোটের আগে সাধারণ মানুষের কাছে যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে যেতে পারে, তা নিশ্চিত করার জন্যই এই মডেলের ভাবনা রাজ্য সরকারের।