প্রযুক্তি শিক্ষা যে প্রধান কয়েকটি মৌলিক বিষয়ের ওপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে গণিত এবং পদার্থবিদ্যা অন্যতম দুই প্রধান স্তম্ভ। এমনটাই মত শিক্ষা-বিশেষজ্ঞদের। অথচ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) সিদ্ধান্ত নিয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণিতে গণিত এবং পদার্থবিদ্যা না থাকলেও ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব। এবার এই বিষয়টি কার্যকর হওয়ার আগে আরও একবার ভেবে দেখার জন্য বৈঠক ডাকা হল। সূত্রের খবর, কেন্দ্রের নীতি আয়োগের সদস্য এবং বিজ্ঞানী ভিকে সারস্বত ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাওয়ার এই নতুন নিয়ম নিয়ে গুরুতর আপত্তি জানিয়েছেন। সম্প্রতি এ নিয়ে যে বৈঠক হয় কেন্দ্রের, তাতেই সারস্বতের সঙ্গে মতবিরোধ দেখা দেয় এআইসিটিই চেয়ারম্যান অনিল সহস্রবুদ্ধির।
প্রসঙ্গত, মার্চ মাসের মাঝামাঝি এআইসিটিই-র তরফে জানানো হয়, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অঙ্ক-ফিজিক্স অপশনালের নিয়ম বাধ্যতামূলক নয়। বলা হয়, মোট ১৪টি অপশনাল বিষয়ের মধ্যে অঙ্ক ও ফিজিক্স-ও থাকছে। সেই ১৪টি অপশনালের মধ্যে ক্লাস টুয়েলভে যে কোনও ৩টি বিষয় থাকলেই ভর্তি হওয়া যাবে ইঞ্জিনিয়ারিংয়ে। অর্থাৎ, কেউ ফিজিক্স নিয়ে তার সঙ্গে গণিত নাও নিতে পারেন। আবার এর উল্টোটাও হতে পারে। তবুও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে সেটা কোনও বাধা হবে না। ন্যাশনাল এডুকেশন পলিসি কার্যকরী করার লক্ষ্যেই এই নতুন সিদ্ধান্ত বলে জানায় এআইসিটিই।
এই সিদ্ধান্তের সপক্ষে তারা যুক্তি দেয়, এর ফলে শিক্ষার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা কারিগরি শিক্ষার জগতে প্রবেশের সুযোগ পাবেন। জানা যায়, ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকায় অঙ্ক-ফিজিক্স থাকছে আগের মতোই। তাই সেই পরীক্ষায় বসার জন্য ছাত্র-ছাত্রীদের সেই বিষয়গুলি পড়তেই হবে। তাই বিষয়দুটির গুরুত্ব কখনই লঘু করা হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন ওঠে, এমন পরিকল্পনার তাহলে অর্থ কী? প্রবেশিকার জন্য যে বিষয় পড়তেই হয়, সেটা ক্লাস টুয়েলভে ঐচ্ছিক হওয়ার তাৎপর্য নিয়ে ওঠে জিজ্ঞাসা। এবার এ নিয়ে ফের আপত্তির কথা বলে বৈঠকের সিদ্ধান্ত নিল নীতি আয়োগ।