রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনকরকে সরাতে এবার বিধানসভায় প্রস্তাব পেশ করতে চলেছে তৃণমূল সরকার। সূত্রের খবর, ধনকরকে রাজ্যপাল পদ থেকে সরাতে চায় শাসকদল। উল্লেখ্য, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জগদীপ ধনকরের সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাত বেধেছে রাজ্যের। প্রায়শই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এই আবহে শাসকদলের এ হেন সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যপালকে সরানোর প্রসঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ওঁকে সরানোর জন্য প্রধানমন্ত্রীকে ২-৩ বার চিঠি লিখেছি’। রাজ্যপাল প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘রাজ্যপাল যখন করা হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করা হয়নি। নিয়ম হচ্ছে, রাজ্যের সঙ্গে পরামর্শ করে করতে হবে’। অন্যদিকে, রাজ্যপালকে নিশানা করে মমতা বলেন, ‘একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়’।
বিধানসভার বিষয়ে রাজ্যপাল ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ করছেন বলে গত মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে বারংবার অভিযোগ করে আসছে শাসক শিবির।