‘খেলা হবে’- বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই একটা স্লোগানেই বাজিমাত করেছিল শাসকদল তৃণমূল। এবার সেই স্লোগান রাজ্যের গণ্ডি পার করে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি যোগীরাজ্যেও। সেখানেও এবার বিজেপির বিরুদ্ধে ‘খেলা হবে’ স্লোগান উঠলো। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দল ইতিমধ্যেই বিজেপির সরকারকে ক্ষমতাচ্যুত করতে ঝাঁপিয়ে পড়েছে।
আর তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলার নির্বাচন। বঙ্গের বিধানসভা নির্বাচনে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পর্যুদস্ত করেছেন তা এখন দেশের কাছে এক মডেল। আর তৃণমূলের জনপ্রিয় ‘খেলা হবে’ স্লোগানও দেশজুড়ে জনপ্রিয় হয়ে গেছে। সমাজবাদী পার্টির কিছু নেতা তৃণমূলের জনপ্রিয় ‘খেলা হবে’ স্লোগানের ভোজপুরি সংস্করণ ব্যবহার করে প্রচার চালাচ্ছেন।
পূর্বাঞ্চল রাজনীতির কেন্দ্রবিন্দু বারাণসীর দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে ‘২০২২ মে খেলা হই’। সাথে সমাজবাদী পার্টির সাইকেল চিহ্ন। এই বারাণসীই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। সমাজবাদী পার্টির নেতা আব্দুল সামাদ আনসারী এই স্লোগান লিখে নিজের বাড়ির দেওয়ালও ভরিয়ে তুলেছেন। শুধু তাই নয়। তিনি চান অখিলেশ যাদব সমাজবাদী পার্টির সব নেতাদের একই কাজ করার নির্দেশ দিন। আনসারী বলেন, “যেভাবে বাংলার জনগণ এবং দিদি বিজেপির সাথে খেলেছেন, একইভাবে ভোজপুরি সমাজও বিজেপির সঙ্গে খেলবে।”