বুধবার রাতে মালদার রতুয়ায় এক তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, দলের কাজ সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের অঞ্চল সহ-সভাপতিকে খুনের চেষ্টা করে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। যদিও অন্ধকার থাকায় হামলাকারীদের চিনতে পারেননি আক্রান্ত ওই তৃণমূল নেতা। তাঁর পরিবারের দাবি, এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। যদিও গেরুয়া শিবির তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
আক্রান্তের নাম এমদাদুল হক (৪৫)। তিনি পুকুরিয়া থানার অন্তর্গত রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি পদে রয়েছেন। তাঁর বাড়ি নজরপুর এলাকায়। তবে এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলেই অভিযোগ করছেন আক্রান্তের পরিবার। ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানা এলাকার মাগুর গ্রামীণ সড়কে। আক্রান্ত ওই তৃণমূল নেতাকে স্থানীয় গ্রামবাসীরা চিকিৎসার জন্য ভর্তি করান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আক্রান্ত তৃণমূল নেতার অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা। কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন, আক্রান্ত ওই ব্যক্তির ঠোঁটের সিংহভাগ অংশ কাটা পড়েছে। তাঁরা আরও জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই অবস্থায় জরুরি অস্ত্রোপচার করলেও সঙ্কট কাটেনি। এদিকে এই ঘটনায় হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।