একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা। বারবারই সামনে চলে আসছে দলের অন্তর্কলহ, নেতাদের দ্বৈরথ। এবার যেমন পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন নিয়ে ফের একবার প্রকাশ্যে এল শুভেন্দু অধিকারি ও দিলীপ ঘোষের মতানৈক্য। বিজেপির আশঙ্কা সত্যি করে, বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়। যার বিরোধীতায় আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে, রাজ্যের বিরোধী দলনেতা যখন আদালতে যাওয়ার বার্তা দিচ্ছেন, তখন তাঁর দলেরই সভাপতির গলায় শোনা গেল ভিন্ন সুর। এই বিষয়ে ‘আইনত কিছু করার নেই’ বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বিষয়টি সরকারের ঘারে চাপিয়ে দায় সাড়লেন তিনি।
পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন জমা প্রসঙ্গে সোমবার দিলীপ বলেন, ‘পিএসসি চেয়ারম্যান নিয়ে কিছু বলার নেই। এটা সরকারের রীতি। আশা করি সরকার বজায় রাখবে। যদি তাঁরা না রাখেন, তাহলেও আইনত কিছু করার নেই।’ রাজ্য বিজেপি সভাপতির গলায় যখন এই সুর তখন উল্টো কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘১৬ তারিখে শুনানিতে ডেকেছেন স্পিকার। সমস্ত তথ্য নথি পেশ করব। তবে বেশি দিন অপেক্ষা করব না। আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। বেশিদিন বিধায়কই থাকবেন না পিএসি কি!’ একই ইস্যুতে বিজেপির দুই শীর্ষ নেতার ভিন্ন মন্তব্যে বাড়ছে গুঞ্জন। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে এখন তালমিলের অভাব ঘটছে? পিএসি ইস্যুতে পার্টি লাইন কী হবে, তা কি এখনও ঠিক করতে পারেনি বিজেপি?