আজ অনুব্রত গড় বীরভূমে ফের ভাঙন ধরলো পদ্মশিবিরে। লক্ষ্মীবারে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিলেন ইলামবাজারের ১৫০ কর্মী। তাঁদের হাতে তুলে দেওয়া হয় তৃণমূলের দলীয় পতাকা। বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার ব্লকের দেবীপুর গ্রামে ১১৬, ১২০ বুথে বিজেপি জয় লাভ করেছিল ৪০০ ভোটে। কিন্তু বোলপুর বিধানসভায় জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিনহা।
এরপরই বোলপুর বিধানসভার বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক শুরু হয়ে যায়। বৃহস্পতিবার ইলামবাজারের দেবীপুর গ্রামেও ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও অন্যান্য নেত্রীর উপস্থিতিতে সমস্ত বিজেপি কর্মীকে সেখানে স্যানিটাইজ করে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দেওয়া হয়। যোগদানকারীদের হাতে ছিল পোস্টার। তাতে লেখা ছিল, “বিজেপি করে ভুল করেছি”, “তৃণমূলে যোগদান করতে চাই।” যদিও এই পোস্টার নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল রায়ের বক্তব্য, “বিজেপির কিছু করোনা ভাইরাস ছিল। তাঁদেরকে স্যানিটাইজ করে তৃণমূলে যোগদান করালাম। ভুল বুঝে তাঁরা বিজেপিতে গিয়েছিল। দেবীপুর বুথে আমরা পরাজিত হয়েছিলাম। আগামী দিনে ভাল ফল হবে। বিজেপি থেকে আসা তৃণমূলে যোগদানকারী রাজু দাস বলেন, “আমরা ভুলবশত বিজেপিতে গিয়েছিলাম। কিন্তু যেভাবে বিজেপি নোংরামি করেছে তাই তৃণমূলে যোগদান করলাম।”