কোচবিহারের শীতলকুচিতে বিধানসভা নির্বাচনের দিন গুলি চলেছিল। কেন্দ্রীয় বাহিনীর ছোঁড়া সেই গুলিতে আঘাতে মৃত্যু হয় কয়েকজনের। ভোটে জেতার পর থেকেই এই কাণ্ডে তদন্ত শুরু করে সিআইডি। আর এবার এই তদন্তেই সিআইডি-র হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার ফের একবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আর জেরাতে বিস্ফোরক তথ্য জানিয়েছেন দেবাশিস ধর বলে দাবি সিআইডি সূত্রে।
সিআইডি সূত্রে দাবি দেবাশিস ধর জানিয়েছেন, গুলি চালানোর পর সিআইএসএফ জওয়ানরা বুথ ছেড়ে চলে যান। কিন্তু ‘ফাঁকা’ বুথের কথা নির্বাচন কমিশনকে জানাননি তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর। তদন্তকারীদের তিনি বলেন, ফাঁকা বুথের কথা কমিশনকে জানাতে ভুলে গিয়েছিলেন তিনি! সিআইডি সূত্রে দাবি, দেবাশিস ধর আরও জানান, শীতলকুচির ওই নির্দিষ্ট বুথে দুটি গুলি চালানো ঘটনা ঘটেছে। এফআইআর হয়েছে একটি। পুলিশকর্তার ব্যাখ্যা, দুটি গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ জড়িত থাকায় তিনি একটি এফআইআর করেন।
সিআইডির দাবি, গতকাল গোয়েন্দাদের সামনে জেরার মুখে কার্যত ভেঙে পড়েন দেবাশিস ধর। তিনি অনুরোধ করে তাঁকে যেন আর ডাকা না হয়। আর এই ভুলে যাওয়া প্রসঙ্গে দেবশীষের সাফাই, রাতে মৌখিক ভাবে তিনি ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলাকে ফাঁকা বুথের কথা জানান। পাশাপাশি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন তিনি ঘটনাস্থলে যাননি সেই নিয়েও প্রশ্ন করেন তদন্তকারী আধিকারিকরা।
গোয়েন্দাদের প্রশ্নের জবাবে দেবাশীষ জানান, ঘটনার দু’দিন পর ১২ এপ্রিল তিনি সেখানে যান। যদিও সন্ধ্যে হয়ে যাওয়ায় তাঁকে ফিরতে হয়। জানা যাচ্ছে দেবাশিস ধরের এই উত্তরে অসন্তোষ প্রকাশ করেন সিআইডি অফিসাররা। সূত্রের খবর, প্রথমবার জেরায় কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে ৭২ টি প্রশ্ন করা হয়। বুধবারও তাঁকে ৫০ টিরও বেশি প্রশ্ন করা হয়।