করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে। এবার সংক্রমণের তৃতীয় ঢেউ রুখতে আগেভাগে পরিকল্পনা সেরে ফেলছে রাজ্য। বিশেষ নজর দেওয়া হচ্ছে শিশু ও অন্তঃসত্ত্বাদের দিকে। সদ্যোজাত থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের সংক্রমণ ঠেকাতে মায়েদের টিকাকরণে জোর দিল রাজ্য। বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।
এদিন রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা সারেন তিনি। তার পরই তৃতীয় ঢেউ রোখার নীলনক্সা ঘোষণা করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, ‘রাজ্যে সংক্রমণ অনেকটা কমেছে। কোথাও কোথাও দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে নেমেছে। পজিটিভিটি রেট কমে হয়েছে ৩.৬১। সংক্রমণে লাগাম পরাতে ২৫০-র বেশি কনটেনমেন্ট জোন করা হয়েছে’। তবে তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। সেই ঢেউ ঠেকাতে এখনই কোমর বেঁধেছে রাজ্য সরকার।
যে তিনটি বিষয়ে জোর দেওয়া হয়েছে সেগুলি হল ১। সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর। ইতিমধ্যে লক্ষাধিক সুপার স্প্রেডারের টিকাকরণ করা হয়েছে। ২। কনটেনমেন্ট জোনের সকলের টিকাকরণ করাতে হবে। ৩। সদ্যোজাত থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের সংক্রমণ ঠেকাতে মায়েদের টিকাকরণে জোর।