এবার স্ট্র্যান্ড রোডে একটি পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার হল কঙ্কাল। গুদামটি পোর্ট ট্রাস্টের বলে জানা গিয়েছে। গুদামের ছাদ থেকে উদ্ধার হয়েছে কঙ্কাল। ঘটনাস্থলে নর্থ পোর্ট থানার পুলিশ।
সূত্র অনুযায়ী, ঘটনাস্থলে কাজ করছিলেন কয়েকজন মিস্ত্রি। তাঁরাই প্রথম কঙ্কাল পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় নর্থ পোর্ট থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা এসে ইতিমধ্যে কঙ্কাল উদ্ধার করেছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোথা থেকে, কীভাবে ওই স্থানে কঙ্কাল এল? খতিয়ে দেখছে পুলিশ।
কয়েক বছর আগে ঘটনাস্থলে আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওটি একটি মানুষেরই কঙ্কাল। তবে রিপোর্ট এলে স্পষ্ট হবে বিষয়টি।