উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল। কার্শিয়াংয়ের কাছে জগদীপ ধনকরের কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় পাহাড়বাসী। মূলত, রাজ্যপালের ভূমিকার বিরোধিতা করেই এই বিক্ষোভ দেখানো হয় বলে খবর। গতকালই ধনকর জানিয়েছিলেন, তিনি কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন। এদিন সেই পথ ধরে যাওয়ার সময়ই রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা দেখান হয় বেল খবর।
দিল্লী থেকে ফিরেই উত্তরবঙ্গে সফরে গিয়েছেন রাজ্যপাল। সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন ধনকর। সেখানে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। সেখানেও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রাজ্যপাল। উল্লেখ্য, এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল। কখনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। আবার মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেও ধনকরকে বিক্ষোভ দেখানো হয়েছিল। এমনকী, এর আগে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। এবার উত্তরবঙ্গে পা রেখেই ফের বিক্ষোভের সামনে পড়লেন ধনকর।
গত সপ্তাহেই দিল্লীতে ঘুরে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে জোড়া বৈঠকের পর শনিবারই ফিরেছেন কলকাতায়। আর সোমবার ফের চলে যাচ্ছেন উত্তরবঙ্গে। ফলে রাজ্যপালের এই উত্তরবঙ্গ সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ঠিক এই একইদিনে অর্থাৎ ২১ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যাওয়ার কথা ছিল উত্তরবঙ্গে। কিন্তু সেখানকার খারাপ আবহাওয়ার জন্য তাঁর সফর বাতিল হয়। পরে কবে যাবেন, তাও ঠিক হয়নি। আর রাজ্যপালের আচমকা দার্জিলিং সফর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আপাতত এক সপ্তাহ থাকবেন দার্জিলিংয়ের রাজভবনে।