মুম্বই-সহ ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি শহরে সেঞ্চুরি পার করেছে ফেলেছে পেট্রোল। পিছু পিছু ধাওয়া করছে ডিজেলের দামও। রবিবারও ফের একবার বাড়ল জ্বালানি তেলের দাম। এদিন পেট্রোলে লিটার পিছু ২৯ পয়সা এবং ডিজেলে ২৮ পয়সা বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে পাঁচ রাজ্যের ভোটের ফলপ্রকাশের একদিন পর অর্থাৎ ৪ মে থেকে ২৭ বার বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেল। যার ফলে গত ৪৮ দিনে পেট্রোলে ৬ টাকা ৮২ পয়সা এবং ডিজেলে ৭ টাকা ২৪ পয়সা বেড়েছে।
এই উত্তরোত্তর দাম বৃদ্ধির ঘটনায় ফের একবার মোদী সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি ট্যুইটারে লিখেছেন, “সরকার কর আদায়ে একেবারে পিএইচডি করে ফেলেছে।” এদিন দাম বৃদ্ধির জেরে দিল্লীতে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ২২ পয়সা এবং ডিজেল ৮৭ টাকা ৯৭ পয়সা। যা এ যাবৎকালের রেকর্ড। এর পাশাপাশি কলকাতাতেও প্রায় সেঞ্চুরির কাছাকাছি পেট্রোল। এদিন শহরে লিটার পিছু পেট্রোলের দাম বেড়ে হয় ৯৭ টাকা ১২ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮২ পয়সা।
অন্যদিকে, মহারাষ্ট্রের মুম্বইয়ে ইতিমধ্যে ১০০ টাকা পার করে ফেলেছে পেট্রোলের মূল্য। এদিন সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১০৩ টাকা ৩৬ পয়সা এবং ডিজেল ৯৫ টাকা ৪৪ পয়সা। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠতে চলেছে দেশ। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে আনলক পর্ব শুরু হয়ে গিয়েছে। রাস্তায় নামতে শুরু করেছে যানবাহন। যার ফলে জ্বালানি তেলের চাহিদাও বাড়ছে। আর এভাবে রোজই দাম বাড়তে থাকায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।