অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামীকে গ্রেফতার করল পুলিশ। দেবশ্রীর স্বামী অমিত ভাটিয়াকে শুক্রবার রাতে বাগুইআটির জ্যাংরা থেকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। অমিতের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাস ভঙ্গ-সহ একাধিক অভিযোগ এনেছেন দেবশ্রী। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।
চলতি বছর এপ্রিলেই অমিত ভাটিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর শ্যালিকা দেবশ্রী গঙ্গোপাধ্যায়। ২ এপ্রিল ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই সাত বছরের বন্ধুত্বকে দাম্পত্যে রূপান্তরিত করেন দেবশ্রী-অমিত। অভিযোগ, বিয়ের ১০ দিনের মাথায় নানা ভাবে অত্যাচার শুরু হয় দেবশ্রীর উপর।
এরপরই গত ১৭ তারিখ রাতে টেকনো সিটি থানায় অভিযোগ করেন দেবশ্রী । পুলিশ অমিত সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে। সেখানেই জানা যায়, অমিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। তিনি জামিনে মুক্ত। দেবশ্রীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেন অমিত বলেও অভিযোগ। শুধু অমিতই নয়, ছেলের কুকর্মে মদত দিতেন মা দিপালী ভাটিয়া বলেও অভিযোগ।
অমিত-দেবশ্রী একই সংস্থায় চাকরি করতেন। বহুদিনের বন্ধু তাঁরা। সূত্রের খবর, ফেব্রুয়ারিতেই দেবশ্রীকে বিয়ের প্রস্তাব দেন অমিত। ২৮ দিনের মধ্যে বিয়ের সিদ্ধান্তও নেন তাঁরা। দেবশ্রী জানান, বিয়ের ১০ দিন পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।