একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের রমরমা দেখা গিয়েছিল। যা ভোটের আগে রীতিমতো অক্সিজেন জোগাচ্ছিল গেরুয়াশিবিরকে। তবে ভোটের ফলপ্রকাশের পর উল্টে যায় ছবিটা। তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় আসে তৃণমূল। মুখ থুবড়ে পড়ে পদ্মশিবির। বিজেপি ছেড়ে এবার ঘাসফুল শিবিরে ফেরার ধুম লেগেছে। শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় কমপক্ষে ৩০০ জন পদ্মশিবির ছেড়ে যোগ দিলেন শাসকশিবিরে। গঙ্গাজল ছিটিয়ে তাঁদের দলে ফেরালেন বনগ্রাম পঞ্চায়েত প্রধান।
এদিন সকালে অন্তত ৩০০ জন বিজেপি কর্মী সাঁইথিয়ার বনগ্রামে তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন। ‘ভুল করেছি’ লেখা প্ল্যাকার্ডও ছিল তাঁদের হাতে। প্রায় চারঘণ্টা ধরে ধরনায় বসেন তাঁরা। পরে বনগ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে পৌঁছোন। তাঁদের গায়ে গঙ্গাজল ছেটানো হয়। তারপরই বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। তবে পঞ্চায়েত প্রধান কেন ওই বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন, তা নিয়েই চলছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্ব এই যোগদানের বিরোধিতা করেছেন। যদিও পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্বের পরামর্শ মেনেই একাজ করেছেন তিনি।
পাশাপাশি তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, যাঁরা বিজেপিতে ছিলেন তাঁদের মানসিক শুদ্ধিকরণের কারণেই গঙ্গাজল ছেটানো হয়েছে। সদ্য তৃণমূলে যোগদানকারীরা জানান, বিজেপিতে কাজ করার পরিবেশ নেই। উন্নয়নের কর্মযজ্ঞে যোগ দেওয়ার জন্যই তাঁদের এই সিদ্ধান্ত।