এবার বেসরকারিকরণ হতে চলেছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। এই সংক্রান্ত একটি তালিকা তৈরি করেছে নীতি আয়োগ। সেই তালিকা জমা পড়েছে বিলগ্নীকরণ সংক্রান্ত সচিবদের কোর গ্রুপের কাছে। জানা গিয়েছে তালিকার শীর্ষে রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। আর এরপরই সেই ব্যাঙ্কের কর্মীরা চাকরির সুরক্ষার আশ্বাস চেয়ে সরব হয়েছেন। ব্যাঙ্কের বেসরকারিকরণ হলে চাকরি হারাতে হতে পারে, এই আশঙ্কায় এখন দিন গুনছেন ব্যাঙ্ককর্মীরা।
এপ্রসঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের আহ্বায়ক দেবীদাস তুলজাপুরকর বলেন, “অনেক কর্মীরাই চাকরি হারানোর আশঙ্কা করছেন। অনেকেই ভায় পাচ্ছেন যে ব্যাঙ্কের বেসরকারীকরণের জেরে হয়ত প্রচুর সংখ্যক কর্মীকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে বাধ্য করা হবে।” এদিকে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্প্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচালাম সাফ জানান, “যদি কোনও কর্মীর ক্ষতি হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকব।”
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, যে নামগুলি নীতি আয়োগের তরফে গ্রুপের কাছে জমা দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে চূড়ান্ত তালিকা অল্টারনেটিভ মেকানিজমের কাছে পাঠাবেন ক্যাবিনেট সচিব। সেখান থেকে সবুজ সংকেত পেলে সেই তালিকা যাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে। এদিকে ব্যাঙ্কের পাশাপাশি একটি সাধারণ বিমার সংস্থারও বেসরকারিকরণের প্রস্তাব দেওয়া হয়েছে নীতি আয়োগর তরফে। উল্লেখ্য, এর আগে ব্যাঙ্ক সংযুক্তির পরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ১৮ থেকে কমে ১২ হয়েছে। সেখান থেকেও এই সংখ্যা আরও কমতে পারে।