এবার উচ্চ আদালতে পৌঁছোল নন্দীগ্রামে নির্বাচনী লড়াই। একুশের নির্বাচনে হাই ভোল্টেজ এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর ভোটযুদ্ধে হার হয়েছিল নেত্রীর। মাত্র ১৯০০ ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এবার সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে। শুক্রবার সেই আবেদনের শুনানি।
২রা মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। সকলের নজর ছিল নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রের ফলাফলের দিকে। কারণ, সেখান থেকেই এবারের ভোটে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা শুরুর প্রথমদিকে তিনি এগিয়ে ছিলেন। কিন্তু দিনশেষে দেখা যায়, ১৯০০ ভোটের ব্যবধানে হার হয়েছে তাঁর। শেষমুহূর্তে জিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই মুখ্যমন্ত্রী ফলাফলের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। পুনর্গননার আবেদন জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। কিন্তু তা খারিজ করে দেয় কমিশন। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হলেন মমতা। সূত্রের খবর, শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলাটির শুনানি হবে।