বিজেপির তরফে গত কয়েকদিন ধরেই অভিযোগ তোলা হচ্ছিল, রাহুল কিংবা সোনিয়া, কেউই করোনার টিকা নেননি। সম্প্রতি কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ জোশী একধাপ এগিয়ে দাবি করেন, ভারতীয় ভ্যাকসিন নিয়ে ওঁদের ভরসা নেই। যার জেরে অন্যান্য মহল থেকেও দাবি উঠছিল, কংগ্রেস এ নিয়ে খোলাখুলি কিছু বলুক। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। বললেন, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী কোভিডের টিকা নিয়েছেন। কেন্দ্রের এ নিয়ে মাথা না ঘামিয়ে বরং দেশজুড়ে ভ্যাকসিনেশনে গতি আনার বিষয়টি চিন্তা করা জরুরি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের প্রধান মুখপাত্র সুরজেওয়ালা টিপ্পনী কেটে জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের জানা উচিত, সোনিয়া গান্ধী ভ্যাকসিন নিয়েছেন কিনা। পরে তিনি স্পষ্ট করে দেন, কংগ্রেস নেত্রী ইতিমধ্যে কোভিশিল্ডের দু’টি ডোজই নিয়েছেন। গত ১৬ এপ্রিল রাহুল গান্ধীরও টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু হাল্কা সর্দিকাশির উপসর্গ দেখা দেওয়ায় তিনি করোনার পরীক্ষা করান। তারপর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এখন সেরে উঠলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বাদে তিনি ভ্যাকসিন নেবেন। অন্যদিকে প্রিয়াঙ্কা আপাতত প্রথম ডোজ নিয়েছেন। সময় এলে তাঁকেও দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এরপরই কেন্দ্রকে একহাত নেন তিনি। বলেন, “এই সমস্ত অর্থহীন বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে মোদী সরকারের উচিত প্রতিদিন ৮০ লক্ষ থেকে ১ কোটি নাগরিকদের টিকা দেওয়া। যাতে করে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিদেনপক্ষে ১০০ কোটি ভারতবাসী কোভিডের ভ্যাকসিন পেতে পারেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয়ের মধ্যে দেশবাসীকে ঠেলে দেওয়ার পর এই একটি রাজধর্মই তারা পালন করতে পারে।” কংগ্রেস এভাবে পাল্টা জবাব দেওয়ায় স্বভাবতই মুখ পুড়েছে বিজেপির।