বিধানসভা নির্বাচনের পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনও সরগরম বঙ্গ রাজনীতি। এই ইস্যুতে বারবার সুর চড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। যা নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের চিড় আরও চওড়া হয়েছে। তারই মাঝে দিল্লী সফরে রাজ্যপাল। যা বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই রাজনৈতিক প্রেক্ষাপটে নবান্নে সাংবাদিক বৈঠকে নাম না করে রাজ্যপালকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপালের নাম না করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাচ্চা ছেলে তো নয় যে বকাঝকা করে চুপ করিয়ে দেব’। বর্তমানে দিল্লি সফরে রাজ্যপাল। বুধবার সকালে কয়লামন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। প্রায় চল্লিশ মিনিটের মতো দু’জনের কথা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন সস্ত্রীক রাজ্যপাল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। সে প্রসঙ্গেও রাজ্যপালকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কার সঙ্গে দেখা করবেন ওনার ব্যাপার। উনি তো ওদেরই লোক’।
বাংলা থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের চলে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে। সে প্রসঙ্গে এদিন নিজের মতামত দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের অপসারণ চেয়ে কমপক্ষে তিনবার চিঠি লিখেছেন বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সে ব্যাপারে কেন্দ্র কান দেয়নি বলেই অভিযোগ তাঁর। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, রাজ্যপালের আসা-যাওয়া নিয়ে তাঁর সঙ্গে কোনও কথাই হয়নি।