বুধবারই রাজ্যপালের দিল্লী সফরকে ব্যাঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। ধনকরের নাম না করে টুইটারে তিনি লেখেন, মিথ্যের ঝুড়ি নিয়ে জামাই নিরাপদে শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছেন। এবার ফের তাঁর বিরুদ্ধে আক্রমণ শানাল তৃণমূল। এদিন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটারে লিখেছেন, ‘রাজ্যপাল ভোটের আগে বাংলায় পরিবর্তন চেয়েছিলেন। তা মুখ্যমন্ত্রী আর সরকারের পরিবর্তন তো হল না। তাহলে বরং এখন রাজ্যপালই পরিবর্তিত হোন। জগদীপবাবু বলতে পারবেন, বলেছিলাম না পরিবর্তন হবে !!!’
প্রসঙ্গত, ধনকরকে রাজ্যপালের পদ থেকে অপসারণের দাবিতে ভোটের আগে থেকেই সরব তৃণমূল। জোড়াফুলের প্রতিনিধিরা গিয়ে রাইসিনা পাহাড়ে এ নিয়ে রাষ্ট্রপতির কাছে দাবি সনদ পেশ করেছিলেন। আর এবার কুণালও কার্যত রাজ্যপাল বদলের পক্ষে সওয়াল করলেন। উল্লেখ্য, সার্বিক ভাবে গোটা দেশেই বিজেপি বিরোধী দলগুলোর অভিযোগ, রাজ্যে রাজ্যে রাজ্যপালের পদে সংঘ পরিবারের পেটোয়া লোককে বসিয়ে রেখেছে মোদী সরকার। মহারাষ্ট্র ভোটের পর ভগৎ সিং কোশিয়ারি কিংবা কেরালা বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ আটকাতে রাজ্যপাল আরিজ মহম্মদের ভূমিকা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। তৃণমূলও তেমন ধনকরের ভূমিকা নিয়ে সরব এবং জাতীয় স্তরে তা তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।