একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা। বারবারই বাইরে এসে পড়ছে দলের অন্তর্কলহ, নেতাদের দ্বৈরথ। যেমন ইদানীং একের পর এক টুইটে দলের নেতাদের আক্রমণ করে চলেছেন বিজেপি নেতা তথাগত রায়। প্রায় সময়েই তথাগতর তির থাকছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকে। নিয়মিত হামলার মুখে পড়ে এ বার ঘনিষ্ঠমহলে মুখ খুলেছেন দিলীপ এবং তাঁর শিবিরের নেতারা।
বুধবার দিলীপ শিবিরের এক নেতা বলেন, ‘উনি (তথাগত) হলেন কমলবনে মত্ত হস্তী। হাতি যেমন মদমত্ত হয়ে পদ্মবনে ঢুকে সবকিছু দলে-পিষে ছারখার করে দেয়, উনিও পদ্মশিবিরে তেমনই শুরু করেছেন। দলের নীতি, রেওয়াজ কোনও কিছুরই তোয়াক্কা করছেন না। অথচ দলের থেকে অনেক কিছু পেতে চাইছেন। সেটা না পেলেই শিষ্টাচার না মেনে দলকে অস্বস্তিতে ফেলছেন।’খোদ দিলীপও নাম না করে সম্প্রতি তাঁর ঘনিষ্ঠদের বলেছেন, ‘যাঁরা কাজ করেন না, তাঁদেরই ও সব লিখে বাজার গরম করতে হয়! এ হল খবরে থাকার অলস উপায়।’
প্রসঙ্গত, রাজ্য বিজেপিতে তথাগত দিলীপের পূর্বসুরি। ২০০২ থেকে ২০০৬ সাল তিনি বিজেপির রাজ্য সভাপতিও ছিলেন। তবে কোনও নির্বাচনে জয় পাননি। ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি উত্তর-পূর্বের তিন রাজ্য— অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপাল ছিলেন। সেই মেয়াদ শেষেই কলকাতায় ফেরেন বিধানসভা ভোটের আগে। তখন সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইলেও বয়সের কারণে বিজেপি কোনও পদ দিতে চায়নি ৭৫ বছরের তথাগতকে।
তবে তিনি তখন রাজ্যসভার সাংসদ হতে চেয়েছিলেন বলে খবর। দিলীপের কাছেই তথাগত সেই আবেদন জানিয়েছিলেন বলে দাবি রাজ্য বিজেপি নেতাদের একাংশের। এর পর বিধানসভা নির্বাচনের সময় তথাগত চেয়েছিলেন কলকাতায় ভবানীপুরে প্রার্থী হতে। তবে তাতেও সায় দেননি কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপি-তে দিলীপ-ঘনিষ্ঠ এক নেতার বক্তব্য, ‘দুই ক্ষেত্রেই তথাগতদার ইচ্ছে মেনে নেয়নি দল। কিন্তু ওঁর ধারণা, দিলীপদাই বাধা দিয়েছিলেন! সেই থেকেই যত রাগ।’
ঘটনাপ্রবাহ বলছে, বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয় হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দিলীপের প্রতি উষ্মা প্রকাশ করতে শুরু করেন তথাগত। শুধু দিলীপ নন, তথাগতর নিশানায় ছিলেন তিন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন। চার নেতার পুরো নাম না নিয়ে ‘কে’, ‘এস’, ‘এ’, ‘ডি’ নামসংক্ষেপ ব্যবহার করতে দেখা গিয়েছে তথাগতকে। সম্প্রতি বিজেপি কর্মীদের ঘরছাড়া হওয়ার অভিযোগ তুলতে ওই চার নেতাকে দায়ী করে তথাগত টুইটও করেন।
বলেন, ‘কয়েক হাজার মানুষ, যাঁরা বিজেপির হয়ে কাজ করেছেন, তাঁরা তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের চাপে ঘরছাড়া…আমি অসহায়। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কে-এস-এ পালিয়ে গিয়েছেন। ডি ফোন ধরছেন না।’ এরপর ফের তিনি কৈলাসকে আক্রমণ করেন। দিবাকর দেবনাথ নামে এক টুইটার ব্যবহারকারীর মুকুল রায় ও কৈলাসকে নিয়ে করা টুইট রিটুইট করে তথাগত লেখেন, ‘একজন একনিষ্ঠ বিজেপি কর্মীর টুইটের যথার্থ অনুবাদই করছি। কোনও অংশ যোগ বা বিয়োগ করিনি।’ কৈলাসের উদ্দেশ্যে ওই ব্যক্তি যে শব্দবন্ধ ব্যবহার করেছেন, তার আক্ষরিক অনুবাদ করতে গিয়ে তিনি ‘ভোদো বিড়াল’ এর ইংরেজি করে লেখেন, ‘স্টুপিড ক্যাট’।