আজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে মিতালি রাজের ভারতীয় দল। কিন্তু বুধবার থেকে শুরু হতে চলা সেই ম্যাচ খেলা হবে আগে ব্যবহৃত পিচে। মহিলাদের ক্রিকেটের জন্য সতেজ পিচের ব্যবস্থা করতে পারল না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যার জন্য ক্ষমাও চাইল তারা। মিতালি বলেন, “আমরা খেলতে এসেছি। পিচ যেমনই হোক, আমরা নিজেদের সেরাটা দেব।”
ব্রিস্টলে খেলতে নামবে ভারত এবং ইংল্যান্ড। যে পিচে টেস্ট ম্যাচ শুরু হবে, সেখানে সাসেক্স এবং গ্লস্টারশায়ারের মধ্যে টি-২০ ম্যাচ খেলা হয়েছিল গত শুক্রবার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘নতুন পিচ দিতে না পেরে আমরা হতাশ। এই পিচে ৩৭ ওভার খেলা হয়েছে। সেই পিচেই খেলতে হবে ইংল্যান্ড এবং ভারতকে।’
পিচ তৈরি করতে না পারার কারণ হিসেবে ইসিবি বলেছে, “এই টেস্ট ম্যাচের ব্যাপারে এপ্রিলের মাঝপথে আমরা জানতে পারি। আমরা জানতাম সতেজ পিচ তৈরি করা কঠিন হবে। আমরা মানছি এমনটা হওয়া উচিত ছিল না। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখব।” এদিকে, এমন ঘটনায় খুশি নন ইংরেজ অধিনায়ক হেথার নাইট। তিনি মনে করেন এমন হওয়া উচিত ছিল না।